Substation রিলেটেড Job Viva
Source: https://youthcarnival.org/ 


Substation রিলেটেড Job Viva তে কি কি Question আসতে পারে তার কিছু আইডিয়া- পার্ট-১

Substation রিলেটেড Questions এবং Answer.


প্রশ্নঃ Substation কি?

উত্তরঃ Substation হচ্ছে Power system এর একটি অংশ যা Electrical Power উৎপাদন, Transport, transmission, distribution ও control ব্যবস্থা করে।

প্রশ্নঃ 11KV Substation এর কি কি ইকুপমেন্ট থাকে?

  1. Transformer
  2. LT Switchgear
  3. HT Switchgear
  4. PFI Plant.

প্রশ্নঃ Switchgear কি?

উত্তরঃ Switchgear হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি,যা Electrical ব্যবস্থাকে Switching, Controlling এবং Protect করে থাকে।
যেনমঃ Relay, Circuit Breaker,  Magnetic connector ইত্যাদি।

প্রশ্নঃ Switchgear কত প্রকার?

  1. LT Switchgear
  2. HT Switchgear

প্রশ্নঃ LT & HT Switchgear বলতে কি বুঝ?

উত্তরঃ  LT Switchgear:

Substation এর Low Side এর Electrical ব্যবস্থাকে Switching ,Controlling এবং Protect করার প্রক্রিয়াকে LT Switchgear বলে।

HT Switchgear:

Substation এর High Side এর Electrical ব্যবস্থাকে Switching ,Controlling এবং Protect করার প্রক্রিয়াকে HT Switchgear বলে।

প্রশ্নঃ কি ধরনের Circuit Breaker LT & HT ব্যবহার করা হয়?

উত্তরঃ

LT Switchgear:

MCB, MCCB, ACB Circuit Beaker

HT Switchgear:

VCB Circuit Breaker.

প্রশ্নঃ Circuit Breaker কি?

উত্তরঃ Circuit Breaker হচ্ছে এক ধরনের Switching Device, যা দ্বারা Electrical সার্কিটকে Supply এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে Circuit Breaker এর সবচেয়ে বড় কাজ হল,যখন অতিরিক্ত Current বা ত্রুটিপুর্ন Current লাইনে প্রবাহিত হয়,তা থেকে সার্কিটকে Automatic Protect করা।

প্রশ্নঃ কি ধরনের Circuit Breaker Substation এ ব্যবহার করা হয়?

উত্তরঃ MCB, MCCB, ACB Circuit Breaker, VCB Circuit Breaker.

প্রশ্নঃ LT & HT সাইডের Main কাজ কি?

উত্তরঃ

HT Switchgear মূলত Transformer কে সাট-ডাউন করানোর কাজে এবং

LT Switchgear মূলত Load কে Control করে অথবা Protect করে।

প্রশ্নঃ PFI কি?

Power factor improvement যা Power factor improve করে।

প্রশ্নঃ কেন PFI use করা হয়?

উত্তরঃ কারন আমাদের Transmission লাইনে Voltage এবং Current এর কারনে একটি এঙ্গেল সৃস্টি হয় যা Loss হিসাবে ধরা হয়।
এই Loss কে কমানোর জন্য Power Factor improvement ব্যবহার করা হয়।

প্রশ্নঃ PFI Rating কিভাবে নিতে হয়?

উত্তরঃ ট্রান্সফরমারের Rating এর ৬০% হিসাবে নিতে হয়।

প্রশ্নঃ PFI Step কি এবং কিভাবে Step selection করতে হয়?

উত্তরঃ
  1. ট্রান্সফরমারের Rating যদি 100 KVA থেকে 200 KVA পর্যন্ত তাহলে 6 Step এর ১টা ট্রান্সফরমারের rating যদি 315 KVA থেকে 2000 KVA পর্যন্ত তাহলে 12 Step এর ১টা
  2. ট্রান্সফরমারের Rating যদি 2500 KVA থেকে 4000 KVA পর্যন্ত তাহলে 12 Step এর ২টা।

প্রশ্নঃ Substation লোড কিভাবে বের করতে হয়?

উত্তরঃ ট্রান্সফরমারের rating এর 80% হিসাবে নিতে হয়।

প্রশ্নঃ  Substation এ LT & HT Side কোন অংশ কে বলে?

উওরঃ 33KV থেকে 11KV পর্যন্ত Transmission Line বলা হয় HT সাইড এবং 11KV থেকে 0.4KV (400 volts) পর্যন্ত Transmission Line কে বলা হয় LT সাইড।

প্রশ্নঃ Generation power এবং Distribution power রেটিং দেখাও?

উত্তরঃ

Generation power : 11KVA, 33KVA,132KVA, 230KVA , 400KVA.

 Distribution power: 400KVA, 230KVA,132KVA, 33KVA, 11KVA.

প্রশ্রঃ 4000KVA এর উপরের ট্রান্সফরমারের জন্য Circuit Breaker নেই তাই ব্যবহার করা হয় না কেন?

উত্তরঃ কারন 4000KVA এর উপরের ট্রান্সফরমারের জন্য Circuit Breaker নেই তাই ব্যবহার করা হয় না।

Substation রিলেটেড jobs viva তে কি কি Questions আসতে পারে তার উত্তরসহ কিছু Idea দেয়া হল যা উপরে আলোচনা করা হয়েছে,আশা করি এসব প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছি ,আমি চেষ্টা করেছি, Substation রিলেটেড job viva তে কি কি question আসতে পারে তার কিছু ideas দেয়ার। ভুল হলে comment করে জানাবেন। কারন আমি নিজে এখনও শিখি একজন্য Wrong Side গুলো ধরে দিলে আমার খুব ভাল হবে এবং যদি খুব বেশি খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন।

ভাল থাকবেন। দোয়া করবেন যেন সামনে আরো ভাল ভাল Subjects আপনাদের সামনে নিয়ে আসতে পারি।