|
Gov. Int |
বিটিসিএল (BTCL) - এ internee করতে চাইলে যে সকল কাজ গুলো করতে হবে -
বিটিসিএল (BTCL) - এ internee করতে Frist এ আপনাকে ১নং ছবি অনুযায়ী Application form তৈরী করে আপনার নিজ Polytechnic এর যাবতীয় সই-সাক্ষর এবং সিলসহ নিয়ে BTCL এর পরিবাগ শাখায় (শাহবাগের আগে) internee দপ্তরে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নিচের উল্লেখিত Application এর সঙ্গে অবশ্যই আপনাকে একটা এক পেজের General CV জমা দিতে হবে। অবশ্যই Application এর স্মারক Number থাকতে হবে এবং Application টি আপনার Polytechnic এর খামে করে বহন করবেন।
|
কাজ-০১ |
|
কাজ - ০২ |
ওরা যদি আপনার Application Accept করলে, কিছু টাকা ফি হিসেবে জমা দিতে হবে Sonali Bank কে , কোন ব্রাঞ্চে জমা দিতে হবে তা ওরা বলে দিবে, General Hotel কন্টিনেন্টালের নিচে। Bank Copy জমার পূর্বে বলে দেবেন কোন ব্রাঞ্চে internee করবে। আর হ্যা, এর Photocopy সংরক্ষণ করবেন। এই ধরন, আমি বলেছিলাম মগবাজার ব্রাঞ্চ, কারণ ওখান থেকেই Internet distribution হয়।
|
কাজ - ০৩ |
এর পর ওখান থেকে আপনাকে একটা Date দিবে সেই Date এ গিয়ে আপনাকে internee এর Application মঞ্জুর হয়েছে , এমন একটি Notice আনতে হবে । সেটা নিয়ে নির্ধারিত Branch এ যেতে হবে, সেখানে 2 Copy ছবি সহ- পরিচালক, ডিপার্টমেন্ট বরাবর যোগাযোগ করতে হবে ও Notice টা ওদেরকে দেখাতে হবে।
|
কাজ -০৪ |
Application accepted অর্থাৎ আপনি internee করার অনুমতি পেয়েছেন। এবার তারা তাদের Internal Department গুলোকে আপনার কাজ শেখানোর Notice পাঠাবে, এটা তারা করবে।
|
কাজ-০৫ |
এরপর আপনাকে internee শুরুর দিন তারিখ বলে দেয়া হবে এবং এরপর আপনার internee শুরু হয়ে যাবে। তারা আপনার কাছ থেকে ছবি রেখে দিবে এবং আপনাকে
ইন্টার্নিকালীন একটি Identity card প্রদান করবে।
|
কাজ-০৬ |
internee শেষ হলে আপনি Certificate এর জন্য সরাসরি BTCL - এ যে Branch এ internee করেছেন, সেখানে জানাবেন বা application করবেন। আপনাকে কিছু ফি বা নিজে Certificate Paper কিনে দেবেন। তারা আপনার Certificate তৈরী করে দিবেন। অবশ্যই Certificate তোলার পূর্বে আপনার internee সমাপ্ত হয়েছে এমন notice জারি হবে এবং সেখানে সাক্ষর করতে ভুলবেন না। নিচে তাদের certificate এর স্যাম্পল দেয়া হলো।
|
ইন্টার্নি সার্টিফিকেট |
0 Comments