Money Management process
Money Management process


অর্থের Protection Management ও সঞ্চয় করার জন্যে ১০ টি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন


আপনি কি অর্থনৈতিকভাবে সত্যিই খুবই সংকটে আছেন? আপনি কি আপনার বাজেট নিয়ন্ত্রণ করতে সক্ষম না? এই Problem গুলোর সবচেয়ে ভালো Solution হচ্ছে, Cost কমানো ও অর্থ জমানো। কিন্তু, এই কথা বলাটা Easy,  কাজে ফলানোটা খুবই Hard.  বর্তমান Technology এর যুগে, আমরা সবকিছুই ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে থাকি। একইভাবে অর্থের Protection Management ও সঞ্চয় করার জন্যেও মানসম্পন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা দরকার। আজকে আমরা দেখবো অর্থের সুরক্ষা ব্যবস্থাপনা ও সঞ্চয় করার জন্যে ১০ টি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, যেগুলো আপনাকে সাহায্য করবে সঠিকভাবে অর্থ সঞ্চয় করতে এবং খরচ কমাতে।

পার্সোনাল ক্যাপিটাল (Personal Capital)


আপনি কি কখনো আপনার Total অর্থের পরিমাণ হিসেব করেছেন? হয়তো প্রত্যেক মাসেই Calculation করেন কিংবা কখনোই calculation করেন নি। Personal Capital অ্যাপটি আপনার মোট অর্থের পরিমাণ হিসেব করতে এবং অবসর নেয়ার পূর্বে অর্থ সঞ্চয় করতে help করবে।

অ্যাপ্লিকেশনটির মূল বৈশিষ্ট্যগুলো হল,


অনেকগুলো investment একাউন্ট একসাথে ব্যবহার করতে পারবেন।
অনেকগুলো Credit Card থেকে একটি একাউন্টে অর্থ সঞ্চয় করতে পারবেন।
অবসর সম্পর্কিত বিভিন্ন important data জানতে পারবেন।
বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে গোপন Fee সম্পর্কে জানতে পারবেন।

Personal Capital অ্যাপটির Android এবং iOS ভার্সন এখান থেকে Download করতে পারবেন।

মিন্ট (Mint)


আপনি যদি এমন একটি app চান যেটি আপনার সকল ধরনের Bill এবং Balance এক জায়গায় থেকে Track করবে তাহলে আপনি মিন্ট install করতে পারেন।

অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো হচ্ছে,


একসাথে সকল ধরনের Bill এবং Balance Track করতে পারবেন।
কোথায় সর্বনিম্ন কত টাকা Invest করা উচিত সেটা জানতে পারবেন।
অবসর সম্পর্কিত বিভিন্ন Data জানতে পারবেন।
বিভিন্ন শ্রেণীতে ভাগ করে Investment plan করতে পারবেন।

মিন্ট অ্যাপটির Android এবং iOS ভার্সন এখান থেকে Download করতে পারবেন।


YNAB – You Need A Budget


প্রত্যেকেরই বিভিন্ন ক্ষেত্রে budget এর দরকার পড়ে। YNAB হচ্ছে এমন একটি App, যেটা ব্যবহার করার পর আপনি budget সংক্রান্ত যেকোনো সমস্যার Solution পেয়ে যাবেন।

অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো হল,

আপনার প্রতিটি Bank Account এক জায়গা থেকে Synchronised করতে পারবেন।
বিভিন্ন Chart ও Notification এর মাধ্যমে ঋণ সংক্রান্ত Data জানতে পারবেন।
প্রতিদিনের সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করার মাধ্যমে আরো বেশি অর্থ Debits করতে পারবেন।

অ্যাপ্লিকেশনটির Android ও iOS ভার্সন এখান থেকে Download করতে পারবেন।

Wealthfront


আমরা প্রায়ই বিভিন্ন ক্ষেত্রে invest করতে গিয়ে ঝামেলা মনে করে সরে আসি। কিংবা নিজের business এ invest করতে চাই না। তার কারণ, invest করাকে আমরা ঝামেলা মনে করি। Wealthfront অ্যাপের মাধ্যমে আপনি বিনিয়োগসংক্রান্ত সকল সমস্যার solution পেয়ে যাবেন।

অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো হচ্ছে,


বিভিন্ন ধরনের investment Account খোলার Process সম্পর্কে জানতে পারবেন।
বিনিয়োগকারি হিসেবে আপনার Portfolio তৈরী করতে পারবেন।
কর এবং ঋণ সম্পর্কিত Data জানতে পারবেন।

অ্যাপ্লিকেশনটির Android ও iOS ভার্সন Download করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।


Clarity Money

আপনার Budget এর মধ্যে থেকে কীভাবে অর্থ সঞ্চয় করতে হয় তা আপনাকে Clarity Money শেখাবে। Clarity Money অ্যাপের মাধ্যমে আপনার Economic অবস্থাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারবেন।

অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো হল,


যেকোনো সাইটের কিংবা অ্যাপের subscription এক ক্লিকেই Cancel করে দিতে পারবেন।
সহজেই যেকোনো Bank Account এর সাথে Synchronised করতে পারবেন।
বিভিন্ন Bank Account এর মধ্যে ঝামেলা ছাড়াই অর্থ Transfer করতে পারবেন।

Clarity Money এর iOS এবং Android ভার্সন এখান থেকে Download করতে পারবেন।

Acorns


আপনি বিভিন্ন কোম্পানিতে invest করতে চান, কিন্তু ঝুঁকির ভয়ে invest করতে পারেন না। আপনার এই সমস্যার Solution করবে Acorns.   Acorns অ্যাপ্লিকেশনটি থেকে আপনি বিভিন্ন কোম্পানিতে ঝুঁকি ছাড়াই সর্বনিম্ন ৫ ডলার থেকে শুরু করে invest করার উপায় জানতে পারবেন।

এই অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো,

স্বয়ংক্রিয় পদ্ধতিতে invest করতে পারবেন।
Invest এর হিসেবে আপনার Portfolio তৈরি করতে পারবেন।
প্রত্যেক মাসে কিস্তিতে সর্বনিম্ন ১ থেকে ১২ ডলার পর্যন্ত invest করতে পারবেন।

Acorns এর Android ও iOS ভার্সন Download করে ব্যবহার করতে পারবেন।

Albert


আপনি যদি প্রত্যেক মাসেই কিছু অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে চান। তাহলে Albert আপনাকে help করতে পারে। Albert অ্যাপ্লিকেশনটি থেকে আপনি জানতে পারবেন কীভাবে প্রত্যেক মাসে কিছু অতিরিক্ত অর্থ সঞ্চয় করা যায়।

অ্যালবার্ট এর মূল  বৈশিষ্ট্যগুলো,

প্রতিদিন অতিরিক্ত খরচ এবং গোপন ফি সম্পর্কে Notification পাবেন।
আপনার আয় ও ব্যয় হিসাব করে একটি স্বয়ংক্রিয় Budget তৈরি করতে পারবেন।
অর্থনৈতিক লক্ষ্য পূরণ এবং ঋণ সম্পর্কিত নানা Data সম্পর্কে জানতে পারবেন।

অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র iOS ব্যবহারকারীদের জন্যই তৈরি করা হয়েছে। App টির iOS ভার্সনটি Download করতে পারবেন এখান থেকে।

Prism


আপনি কি মাঝেমধ্যেই Bill প্রদান করতে ভুলে যান? Prism অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনার bill প্রদানের কথা মনে করিয়ে দেবে এবং আপনার Bank Account গুলোর সাথে সংযুক্ত হয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে Bill প্রদান করে দিবে।

অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো হল,

আপনার সকল Bank Account একসাথে এক জায়গা থেকে দেখতে পারবেন।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে bill প্রদান করতে পারবেন।
আপনাকে প্রত্যেক মাস শেষে bill প্রদানের জন্য remainder দেয়া হবে।

অ্যাপ্লিকেশনটি আপনি Android , iOS ও Windows ভার্সনের জন্যে Download করতে পারবেন এখান থেকে।

Mvelopes


উনবিংশ শতাব্দীতে অনেক মানুষ চিঠির খামে টাকা জমাতো। আর সেই Idea থেকেই তৈরী করা হয়েছে Mvelopes এর মতোই Mvelopes। প্রত্যেক মাসে আপনার Bank Account থেকে কিছু অর্থ এখানে সঞ্চয় করতে পারবেন।

অ্যাপ্লিকেশনটির মূল  বৈশিষ্ট্যগুলো হচ্ছে,

অসংখ্য Bank Account যুক্ত করতে পারবেন।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে Budget তৈরি করতে পারবেন।
মাসিক সর্বনিম্ন 4 Dollars থেকে Start করে সর্বোচ্চ 40 Dollars পর্যন্ত সঞ্চয় করতে পারবেন।

অ্যাপ্লিকেশনটি দুটো ভার্সনে তৈরি করা হয়েছে, iOS এবং Android.

Wallaby


মাঝেমধ্যে আমরা বিভিন্ন Credit Card ছাড় এবং offer পেয়ে থাকি। কিন্তু বিভিন্ন Problem এর কারণে সেগুলো সম্পর্কে জানা হয়ে ওঠে না। Wallaby আপনাকে এখন থেকে জানিয়ে দেবে আপনার Interest রেটসহ বিভিন্ন ছাড় এবং Offer সম্পর্কে।

অ্যাপটির মূল  বৈশিষ্ট্যগুলো হল,

প্রতিটি Trajection পর আপনাকে বিভিন্ন শ্রেণীভেদে সবচেয়ে ভালো Bank এবং Credit Card সম্পর্কে জানানো হবে।
অনেক ধরনের Credit Card যোগ করতে পারবেন।
অসাধারণ Design এবং ইন্টারফেসে সম্পূর্ণ অ্যাপটি Control করতে পারবেন।

Wallaby এর iOS এবং Android ভার্সন Download করতে পারবেন এখান থেকে।

Future সুন্দর করার জন্য অর্থ সঞ্চয় করাটা খুবই Necessary.  যাতে Future এ কোনো কারণে অর্থের Problem হলে, সঞ্চয় করা সেই অর্থ দিয়ে অসুবিধা দূর করা যায়। আর আপনার কাছে এখন এই job সম্পন্ন করার জন্যে নির্ভরযোগ্য কিছু অ্যাপ্লিকেশনও আছে। তাহলে আর দেরি নয়, প্রয়োজনীয় অর্থ সঞ্চয় করে Future নিরাপত্তা নিশ্চিত করুন।