Turbine কাকে বলে? Turbine সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা-
Turbine 


Turbine কাকে বলে? Turbine সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা-


Turbine একটি ঘূর্নয়মান Machine যা কাইনেটিক পটেনশিয়াল, থার্মাল এনার্জিকে Mechanical এনার্জিতে রুপান্তরিত করে।

এতে তিন ধরনের Fluid ব্যবহার করা হয়:

  1. বাষ্প
  2. গ্যাস
  3. পানি

Turbine মূলত Prime Mover হিসেবে কাজ করে যা Generator এর Rotor কে ঘুরাতে এবং ইলেক্ট্রিসিটি তৈরিতে সাহায্য করে। Turbine হলো সবচেয়ে Critical মেকানিক্যাল মেশিন। তাই একে Special Care নিতে হয় 🙂

তাপ ও গ্যাস Turbine:


Super Hited High Pressure ব্যবহার করে Turbine কে পরিচালনা করা হয়। এর্টি থার্মাল এনার্জি কে Mechanical এনার্জিতে রুপান্তরিত করে। আধুনিক যুগে এটির ব্যবহার অনেক।

এটি মূলত ৩ প্রকারঃ

  1. Implease Turbine.
  2. Reaction turbine.
  3. দুটো মিলে এক ধরনের Turbine.

ধরুন আপনি Caram খেলছেন, এখন কিছু গুটি কে আপনি Direct Strike দিয়ে ফেলতে পারেন আবার কিছু গুটি ফেলতে ক্যারামের কাঠ এর Help নেন, এখন দেখেন যখন Direct Strike পারছেন সেটা হলো Implease Turbine, আর যেগুলা ঘুরে ফিরে যাচ্ছে ওইগুলাে হল Reaction turbine.

আরাে Clear করি, fluid যদি সােজাসুজি গিয়ে Turbine plate এ আঘাত করে সেসব plate বিশিষ্ট টারবাইন Implease Turbine, আর যে গুলােতে ফ্লুয়িড আকাবাকা ভাবে Plate কে আঘাত করে এবং মেকানিক্যাল এনার্জি উৎপন্ন করে তাদের Reaction turbine বলে।

আরাে কিছু Turbine আছে যেমনঃ stage এর উপর ভিত্তি করে, Pressure এর উপর ভিত্তি করে, বাষ্পের অবস্থার উপর ভিত্তি করে।

Steam turbine:

Steam turbine এ ব্লেড এর সেট থাকে যাকে (নজল বলে), Moving Set (রােটর ব্লেড বলে), Diaphragm, Bearing (জার্নাল টাইপ), গভর্নর লুব্রিকেন্ট সিস্টেম, input , output পাইপিং সিস্টেম, এবং এসব একটি Casing দ্বারা আবদ্ধ থাকে।

নজল কি করে?

এক কথায় fluid এর বেগ বাড়িয়ে দেয়। Diaphragm একে ধরে রাখে।

Bearing:

Bearing এমন এক ধরনের যন্ত্রাংশ যা সকল ধরণের ঘুর্ণায়মান device এ ব্যবহার করতে হয়। যেমনঃ চাঁকা, fans ইত্যাদিতে Bearing ব্যবহার করা হয়।

Bearing এর কাজঃ

  • Load বহন করা।
  • Shaft কে ঘুরতে সহায়তা করা ও Shaft কে ধরে রাখা।
  • ফ্রিকশন কে কমানো।

গভর্নর:

যা টারবাইনের Steam Flow Control এর মাধ্যমে পাওয়ার এবং speed control করে।

Over Speed ​​Trip Mechanism:
এটি টারবাইন কে বিপদ থেকে রক্ষা করে।

Coupling:

ড্রাইভেন machine এর সাথে connect থাকে।

যেভাবে কাজ করে:

1. উচ্চ চাপ, উচ্চ তাপীয় Steam জেট নজলে যায়।
2. নজেল এ fluid এর বেগ আরাে বাড়িয়ে দেয়, এর মাধ্যমে Turbine এর ব্লেড এ আঘাত করে যা shaft কে কে ঘুরাতে শুরু করে।

যে সাইকেলে কাজ করে তা হলো ranking cycle. এর মধ্যে আরাে কিছু স্টেপ আছেঃ

Gas turbine:

একটি আবর্তনশীল engine  যা দাহ্য গ্যাসের প্রবাহ থেকে শক্তি extract করে।
আমরা যখন Airport এ যাই তখন Jet plane দেখা যায়। এই Jet plane গুলো অনেক বড় আকারের engine দ্বারা চালিত। এই engine  গুলো সাধারণত Turbofan দ্বারা চালিত। এই Turbofan গ্যাস টারবাইনের উদাহরণ।