Synchronous motor |
সিনক্রোনাস মোটর কি?
যে induction মোটরে কোন স্লিপ নাই অথবা যে মোটর No load ও Full load অবস্থায় একই গতিতে ঘুরতে পারে।অর্থাৎ নির্দিষ্ট সিনক্রোনাস গতি, Ns = 120f/p এ ঘুরে তাকে Synchronous Motor বলে।
সিনক্রোনাস মোটর এর বৈশিষ্ট্য -
- রোটরে Excitation বা অন্য কোন প্রক্রিয়ায় স্ট্যাটিক Field তৈরি করা হয়।
- অন্যান্য induction মোটরের ন্যায় এই মোটরও নিজে নিজে start নিতে পারে না।
- Load factor যা হোক না কেন মোটরের ঘূর্ণন গতির কোন পরিবর্তন হয় না।
- এই সিনক্রোনাস মোটর বিভিন্ন power factor এ চালানো সম্ভব হয়।
সিনক্রোনাস মোটর Start করার মূলনীতি কি?
সিনক্রোনাস মোটরের starting টর্ক শূন্য থাকে বলে, সিনক্রোনাস মোটরে supply প্রয়োগ করলে সাধারণভাবে ঘুরে না। তাই এই মোটরকে start করতে হলে রোটরকে যেকোন উপায়ে স্টেটরে উৎপন্ন রোটেটিং magnetic ফিল্ডের গতির কাছাকাছি এনে দিতে হয়। Synchronous motor এর ঘুর্নণ গতি সম্পর্কে বিস্তারিত এখানে দেয়া আছে।
সিনক্রোনাস মোটর start করার উপায় গুলো কি কি?
সিনক্রোনাস motor স্টার্ট করার উপায় গুলো হলো:
- DC মোটরের সাহায্যে স্টার্ট করা
- সিনক্রোনাস induction মোটর হিসেবে স্টার্ট করা
- এক্সাইটারের সাহায্যে start করা
- পোনি মোটরের সাহায্যে start করা
সিনক্রোনাস মোটরের ব্যবহারঃ
- Power factor উন্নত করার জন্য
- Constant speed মেশিন হিসেবে
- Condenser হিসেবে।
সিনক্রোনাস মোটরের হান্টিং বলতে কি বুঝায়?
কোন সিনক্রোনাস Motor চলন্ত অবস্থায় যখন Load বারবার পরিবর্তন হতে থাকে বা সরবরাহ লাইনের Frequency অনবরত পরিবর্তিত হতে থাকে তখন রোটরের গতিবেগও ক্রমাগত তার সঙ্গে সঙ্গে ওঠানামা করতে থাকে। মোটরের এই অবস্থাকেই হান্টিং বা কলা দোলন বলে।
সিনক্রোনাস মোটরে হান্টিং এর কারণগুলো কি কি?
- ঘূর্ণায়মান অবস্থায় ক্রমাগত load হ্রাস-বৃদ্ধি
- Supply ফ্রিকুয়েন্সির হ্রাস-বৃদ্ধি
- সিনক্রোনাস মোটর অতি লম্বা Supply line এর সাথে সংযুক্ত থাকা।
Synchronous Motor এক্সাইটেশন বলতে কী বোঝায়?
Synchronous Motor এর রোটরে একটি coil থাকে যাতে বাহির হতে একটি DC supply প্রয়োগ করা হয়। এটি ছাড়া যে কোনো সিনক্রোনাস motor একটি induction মোটর ছাড়া আর কিছুই নয়। আর এই সাপ্লাই প্রয়োগ করাকে সিনক্রোনাস মোটরে Excitation বলে।
Synchronous Motor কিভাবে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়?
এক্সাইটেশন voltage হ্রাস-বৃদ্ধি করে সিনক্রোনাস মোটরকে বিভিন্ন power ফ্যাক্টরে পরিচালনা করা যায় অর্থাৎ ল্যাগিং, লিডিং বা ইউনিটি power ফ্যাক্টরে পরিচালনা করানো যায়।
Normal এক্সাইটেশন voltage বলতে কী বোঝায়?
এক্সাইটেশন ভোল্টেজের যে মানের জন্য সিনক্রোনাস মোটর Unity Power Factor এ Run করে তাকে Normal এক্সাইটেশন voltage বলে।
পুল-আউট টর্ক কি?
নির্ধারিত বা রেটেড ভোল্টেজে ও ফ্রিকুয়েন্সিতে কোন Synchronous Motor সর্বোচ্চ যে টর্ক নিয়ে সিনক্রোনাস গতাতে ঘুরতে পারে তাকে পুল-আউট টর্ক বলে। এই টর্ক সাধারণত Full load টর্কের 1.5 থেকে 3.5 গুন বেশি হয়ে থাকে। অর্থাৎ কোন synchronous মোটরের সর্বোচ্চ মেকানিক্যাল Load এর পরিমান নির্দিষ্ট।
সিনক্রোনাস মোটর কেনো সিনক্রোনাস গতিতে ঘুরে?
সহজ ভাষায় বললে " synchronous মোটরে induction মোটরের ন্যায় কোনো স্লিপ থাকে বলে এই মোটর একটি constant স্পীডে ঘুরে"।
0 Comments