আরো ৬৭৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
Source : online  


আরো ৬৭৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী


আবারও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।  অনলাইন মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  ৬১ পদে মোট ৬৭৬ জনকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। আগ্রহী সব বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।

পদের নাম সমূহঃ-


হিসাবরক্ষক, ক্লাসিফায়ার, সার্চার, টেইলার, ওয়ার্ডবয়, মেশিনিস্ট, অফিস সহায়ক, হেড মেকানিক, অফিস গুদামরক্ষক, মেস ওয়েটার ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।

পদের সংখ্যাঃ-


এখানে বিভিন্ন পদে সর্বমোট ৬৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতাঃ-


যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক / মাধ্যমিক / অষ্টম শ্রেণি / পঞ্চম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।  কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে তা আবেদন কারীরা দেখে নিবেন।  আবেদনের জন্য ৩১ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন™


জাতীয় বেতন স্কেল অনুসারে, ২০১৫ অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে (১৩ থেকে ২০তম গ্রেড) বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়াঃ-


আবেদনের জন্যে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত এবং অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদপত্রসহ চারিত্রিক সনদপত্র সহ সংযুক্ত  করে আবেদন করতে হবে। সকল পদের বিপরীতে পদের সর্ব ডানপার্শ্বের কলামে আবেদন পাঠানোর ঠিকানা উল্লেখ করা আছে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদন করার শেষ তারিখঃ-


আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি, ২০১৯।

সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ৭ জানুয়ারি, ২০১৯।

বিস্তারিত নিচের ওয়েবসাইটেঃ-
Click Here

Bangladesh Army will recruit 676 more


Bangladesh Army has released notification of recruitment of manpower again. This appointment was published in various newspapers including online media. A total of 676 people have been asked to appoint 676. All Bangladeshi interested people can apply.

Name of the post:


Accountants, classifiers, surveys, tailors, wardrobes, mesinists, office assistants, head mechanic, office warehousing, mess waiter and cleanliness staff will be appointed in different positions.


Number of posts:


A total of 676 people will be appointed in different posts.

Qualifications:


Candidates, from any recognized institution, can apply for higher secondary / secondary / eighth grade / fifth class pass with any graduate pass. Applicants who need experience for some positions will be able to see them. For the applicant, on January 31, 2015, the candidate has to be between 18 and 30 years of age.

Salary ™


According to the national pay scale, according to 2015, different grades (13 to 20 th grade) will be given pay-allowances and other facilities for different positions.


Process of application:


Candidates interested in the application must apply by applying four recent passport size color photographs, all educational and experience certificates, national ID card, birth certificate, certificate of nationality certificate and certificates along with certificates. In front of all posts, the address of the application to the right-hand column of the position is mentioned. Apart from this, the complete process of the application is mentioned in the notification.

Application deadline:


Application deadline 6 February, 019

Source: Daily Bangladesh Daily, January 7, 019.