Electric cable
Electric cable  


ক্যাবল কি বা কাকে বলে? Cable প্রকারভেদ ও সংক্ষিপ্ত বর্ণনা।


প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমাদের Facebook Fan Page এ অনেকেই একটি Subject  নিয়ে লিখতে অনুরোধ জানিয়েছেন। Title  থেকেই বুঝতে পেরেছেন কি Subject এ আমরা আলোচনা করতে যাচ্ছি।

শুরুতেই বলে রাখি, লেখাটি সামান্য দীর্ঘ হতে পারে এবং আমরা অনেক Time  নিয়ে শিখবো। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই Cable নিয়ে লেখাটি নতুন Engineer দের বেশ ভালো একটি ধারণা দিবে বলে আশা রাখছি। তাহলে দেরি কেন?

Cable কি বা কাকে বলে?

Cable মানে আমরা বুঝি বৈদ্যুতিক পরিবাহী তার যার ভেতর দিয়ে Current চলাচল করে। Data Communication এর ক্ষেত্রে cable একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

Cable এর প্রকারভেদ ও সংক্ষিপ্ত বর্ণনা

Cable কে নিম্মলিখিত ভাগে ভাগ করা যায়ঃ


  • Co-axial cable
  • Two-State Pair Cable
  • Fiber Optical Cable
  • Un-Sheld twisted cable
  • Flexible Cable
  • Volcanized Cable
  • Polyvinail cable

এছাড়া আরো অনেক অনেক ক্যাবল।

Co-axial cable:
আমরা বাসাবাড়িতে ডিসের সাথে TV Connection দেখে থাকি যেটা Co-axial cable. এছাড়া বাসাবাড়িতে Antenna এর সাথে যে Television সংযোগ করা হয় তা Co-axial ক্যাবলের মাধ্যমে।  সাধারণত Local area নেটওয়ার্কে এই cable ব্যবহৃত হয়। এই Cable মূলত কপার বেস ক্যাবল। এই ধরনের Cable বিভিন্ন ধরনের হয় যেমন ৫০ ওহম
(RG-8, RG-58), ৭৫ ওহম (RG-59) এবং ৯৩ ওহম (RG-62)। এ ক্যাবলের দাম অনেক কম।

Two-State Pair Cable:
এই ধরনের cable  অনেক সাধারণ, এবং মূল্য অনেক কম। এটা মূলত দুটি insulated copper  তার যা একটির সাথে অপরটি পাকানো থাকে। State এর বাংলা অর্থ পাকানো বা পেঁচানো। Telephone system এ State Cable ব্যবহার করা হয়।

Fiber Optical Cable:
এই Cables আলোর উপর নির্ভর করে Data আদান-প্রদান করে থাকে। এটি অনেক পাতলা, সরু কাঁচ বা প্লাস্টিকের সমন্বয়ে গঠিত। এটি দিয়ে অনেক দূরে Data আদান-প্রদান করা যায় খুব সহজেই। এই Cable এর দাম তুলনামূলক ভাবে বেশি।

Electrical ক্যাবলে লেখা বিভিন্ন বর্ণের বা অক্ষরের অর্থ:

  • VDE – জার্মান Electric Engineer জোট
  • N – জার্মান Electronic Engineer জোট
  • B – British Standard অনুসারে
  • I – BS 2004 : 1961 অনুসারে
  • Y – PVC ভিত্তিক insulation
  • A – এক Core বিশিষ্ট তার
  • M – শক্ত আবরণ বিশিষ্ট তার
  • F – চ্যাপ্টা ক্যাবল
  • R – Galvanized Styles চ্যাপ্টা তার যা ধাতু দিয়ে আবরণ করা থাকে।
  • Gb – প্যাচানো Galvanized করা ষ্টীলের টেপ।
  • re – একক Conductor বিশিষ্ট গোলাকার তার।
  • Rm n. – একাদিক তারের সমন্বয়ে গোলাকার
  • Sm – একাদিক পল্লের চ্যাপ্টা তার (Telephone)

BDS:900/901 BS:6004:1984 অনুসারে:

  • BYA PVC. – এক কোর বিশিষ্ট Cable যা insulation করা আছে কিন্তু শক্ত আবরণ নেই
  • BYFY – এক কোর এবং এক পল্ল বিশিষ্ট Cable যা insulation করা আছে কিন্তু শক্ত আবরণ নেই
  • BYFY PVC – ইন্সুলেটেড এবং PVC শেথেড ফ্ল্যাট ক্যাবল।
  • NYA PVC – Insulation বিহীন এক Core তার
  • NYIFY PVC – ইন্সুলেশন এবং PVC এর শক্ত আবরণ সহ চ্যাপ্টা তার।
  • NYMT PVC – ইন্সুলেশন ও PVC এর শক্ত আবরন সহ চ্যাপ্টা তার এবং ষ্টীল তার দিয়ে আরো শক্তিশালী করা।


VDE 0271 অনুসারে

BDS:900:1979, BS:2004:1961

  • IYAL – PVC Insulated করা কিন্তু শক্ত আবরণ নেই।
  • IYYL – Insulation এবং PVC এর শক্ত আবরণ এর এক core এর তার।
  • IYFY – insulation ও PVC এর শক্ত আবরণ এর চ্যাপ্টা তার।
  • NYY – PVC Insulated যুক্ত এবং PVC শীথেড যুক্ত ক্যাবল।

Cable Size বা কভারের গায়ে লেখা দেখে কি বুঝবো বা লেখা না থাকলে কিভাবে মান বের করবো ?

তারের Size না জানা থাকলে সেই তার বা Cable দিয়ে কাজ করা অনেক বিপজ্জনক। কেননা আপনি যে তার দিয়ে কাজ করছেন সেই কাজটির জন্য তারটি হয়তোবা উপযুক্ত না। একারনে Electrical কাজে ব্যাঘাত ঘটতে পারে।

আমরা জানি, তারের সাইজ Standard wire guage মাধ্যমে গেজ নম্বরে সাহায্যে প্রকাশ করা হয়। আমরা অনেক সময় ৩/২২” ৭/২২” ইত্যাদি তারের Gauge দেখে থাকি।

একটা Question :
1*3*0.29 এর মানে কি??? এর মানে হলো 1 Core এর ৩ টি খেই বিশিষ্ট এবং প্রতিটি খেইয়ের Diameter ০.০২৯। নিচের ছবিটি দেখুনঃ


ঠিক তেমন ভাবে 1*1/1.80 বলতে বুঝায় যে ১ কোর ১ খেই বিশিষ্ট প্রতি খেইয়ের Diameter ১.৮০ মিমি।

বাসাবাড়িতে তারের Size হয়ে থাকে ১, ২.৫, ৪ বর্গ মিলিমিটার এবং Standard ওয়্যার gauge নাম্বার থাকে ৩/২২, ৩/২০, ৭/১৮, ৭/২২ ইত্যাদি। নিচে একটি Standard ওয়্যার গেজের ছবি দেওয়া হয়েছে। এই গেজের মাধ্যমে তারের size নির্ণয়করা যায়।

অনেক সময় তারের গায়ে RM বা SM বা RE লেখা থাকে। RM বলতে বুঝায় অনেক খেই বিশিষ্ট তার যার প্রস্থছেদ গোলাকার। SM বলতে বুঝায় অনেক খেই বিশিষ্ট তার যার প্রস্থছেদ sector আকৃতি। RE বলতে বুঝায় Single নিরেট তার যার প্রস্থছেদ গোলাকার।